| | | |

Standard CV Format BD For Every Professional

বাংলাদেশের সবচেয়ে গ্রহনযোগ্য স্ট্যান্ডার্ড সিভি ফরমেট ডাউনলোড করে নিন।

অনেকেই মনে করে থাকেন ভাল সিভি মানেই একটি কালারফুর সুন্দর ডিজাইন। মূলত সিভির সৌন্দর্য নির্ভর করে কন্টেন্টের উপর।

একটা সিভির বৈশিষ্ট্য হল তার কন্টেন্ট নট ফরম্যাট।

সিভি ফরম্যাট তিন ধরনের হয়ঃ

১। রিভার্স কানলজিকাল ফরম্যাট

২। স্কিল বেস ফরম্যাট

৩। কম্বাইন্ড বা হাইব্রিড ফরম্যাট

এখন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোনটা কোথায় ব্যবহার করা যায়।

১। রিভার্স কানলজিকাল ফরম্যাটঃ

একটি রিভার্স কানলজিকাল সিভি বর্তমান বা সাম্প্রতিক একটি থেকে শুরু করে আপনার কাজের অভিজ্ঞতা এবং কৃতিত্বগুলি তালিকাভুক্ত করে এবং নীচে পূর্ববর্তী চাকরিগুলির সাথে সামঞ্জস্য করে৷

এই কারণে, রিভার্স কানলজিকাল সিভি হল সেই চাকরিপ্রার্থীদের জন্য নিখুঁত পছন্দ যাদের প্রচুর অভিজ্ঞতা এবং কৃতিত্ব রয়েছে তাদের জীবনবৃত্তান্তে তালিকাভুক্ত করার জন্য।

সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, অধ্যয়নগুলিকে নির্দেশ করে যে কালানুক্রমিক জীবনবৃত্তান্ত নিয়োগকারীদের মধ্যেও প্রিয়।

কেন? যেহেতু আপনি চাকরির জন্য আবেদন করছেন, তাই আপনার জীবনবৃত্তান্তে কাজের অভিজ্ঞতাই হবে প্রথম জিনিস যা একজন নিয়োগকারীর দেখে।

তবে চিন্তা করবেন না, আপনি আপনার জীবনবৃত্তান্তকে একটি রিভার্স কানলজিকাল সিভি বিন্যাসে গঠন করতে পারেন এমনকি সাম্প্রতিক স্নাতক হিসাবেও। অথবা, আপনি আপনার প্রোফাইলে অন্যান্য জনপ্রিয় ফরম্যাট ফিসার বেছে নিতে পারেন।

যা যা থাকে এই সিভি ফরম্যাটেঃ

Contact Info – আপনার নাম, ফোন নম্বর, অবস্থান এবং ইমেল ঠিকানা। কিছু ক্ষেত্রে, আপনি একটি LinkedIn বা GitHub প্রোফাইলের মতো দরকারী লিঙ্কগুলি অন্তর্ভুক্ত করতে পারেন।

Career Summary – আপনার শিরোনাম।  আপনি যে অবস্থানের জন্য আবেদন করছেন সেটির প্রতিফলন করা উচিত।

Career Objective – আপনার কাজের অভিজ্ঞতার একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ, বা একটি নির্দিষ্ট পদের জন্য আবেদন করার জন্য আপনার উদ্দেশ্য।

Work Experience –বিপরীত-কালানুক্রমিক ক্রমে আপনার কাজের অভিজ্ঞতা।  যখন সম্ভব, দায়িত্বের উপর কৃতিত্বের কথা বলুন।

Education- আপনার শিক্ষাগত ইতিহাস এখানকার জন্য। আপনার যদি MBA বা BBA করা থাকে, তাহলে নির্দ্বিধায় আপনার বিদ্যালয়ের শিক্ষা বাদে লিখুন।

Others Relevant Information – স্বেচ্ছাসেবক কাজ, প্রকল্প, পার্টটাইম, ব্যক্তিগত তথ্য, একাডেমিক এওয়ার্ড ইত্যাদির এই বিভাগে রাখা যায়। যদিও সেগুলি গেম-চেঞ্জার নয়, এগুলো আপনার জীবনবৃত্তান্তে কিছু জায়গা পূরণ করতে সাহায্য করবে।

  স্কিল বেস ফরম্যাট

স্কিল বেস ফরম্যাট ভিত্তিক সিভি নামেও পরিচিত। এই ফরম্যাটটিকে অন্য দুটি থেকে আলাদা করার বিষয়টি হল এটি আপনার কাজের অভিজ্ঞতার চেয়ে আপনার দক্ষতার উপর বেশি ফোকাস করে। এটাকে ফাংশনাল সিভি ফরম্যাট ও বলা চলে।

যা যা থাকে এই সিভি ফরমাটেঃ

  • Contact Information:
  • Summary or Objective:
  • Professional Title:
  • Skills Summary:
  • Additional Skills:
  • Work Experience:
  • Education:

  কম্বাইন্ড বা হাইব্রিড ফরম্যাট

আপনি সম্ভবত ইতিমধ্যে অনুমান করেছেন, এটি অন্য দুটি ফরম্যাটের সংমিশ্রণ। এটি দক্ষতা এবং অভিজ্ঞতা উভয়ের উপর দৃষ্টি রাখে।

যা যা থাকে এই সিভি ফরমাটেঃ

  • Contact Information:
  • Career Summary:
  • Key Skills:
  • Work Experience:
  • Education:
  • Professional Qualification:
  • Personal Information:
  • Membership:
  • References:

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *